৭ নভেম্বর নিজের ৬৯তম জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা করলেন কমল হাসান।
জানালেন তাঁর আগামী সিনেমাটি পরিচালনা করবেন মণি রত্নম। এটি একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র হতে চলেছে, যার নাম ‘থাগ লাইফ’।
জন্মদিনে নতুন সিনেমার ঝলকও প্রকাশ্যে আনলেন অভিনেতা। সোশাল মিডিয়ায় কমল হাসান তার নতুন সিনেমার একটি টিজার ভিডিও পোস্ট করেছেন যেখানে একজন ব্যক্তিকে একটি খালি মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
এরপরই দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটির চাঁদর সরে প্রকাশ্যে আসে কমল হাসানের মুখ। এলোমেলো লম্বা চুল, এক মুখ দাড়ি নিয়ে একেবারে রণংদেহী অবতারে ধরা দিয়েছেন কমল হাসান। তারপর একে একে সকল শত্রুকে মারেন তিনি। পরিশেষে ফুটে ওঠে সিনেমাটির নাম, থাগ লাইফ।
এই সিনেমাটি প্রযোজনা করবে রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাদ্রাস টকিজ।
সিনেমাতে দেখা যাবে প্রভাস, দুলকার সালমান, দীপিকা পাড়ুকোন, তৃষা কৃষ্ণান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের। সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন রবি কে চন্দ্রন। সংগীতের দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার এ. আর. রহমান।
সামনে কমল হাসানকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। আরো রয়েছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/g4vh