নাসিম রুমি: বলিউডের ত্রিমূর্তি বলা হয় শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। এ তিন তারকা জনপ্রিয়তা পান কাছাকাছি সময়ে। তিন দশক ধরে তারা কাজ করছেন বলিপাড়ায়। তিনজনের সাফল্যকে কেউ কখনো টপকাতে পারেনি।
তবে এবার তিন খানকে টপকিয়ে শীর্ষস্থান দখল করলেন তারকা রণবীর সিং। অবশ্য ভারতের বাজারে নয়, বরং উত্তর আমেরিকার বাজারে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ৫ মিলিয়ন ডলার কালেকশন করা সিনেমা এখন রণবীরের।
তার অভিনীত মোট পাঁচটি সিনেমা এ মাইলফলক অতিক্রম করেছে, যা তিন খানের চেয়ে বেশি। ছবিগুলো হলো— ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গাল্লি বয়’, ‘সিম্বা’ ও সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
এর পরের অবস্থানে আছেন আমির খান। তার অভিনীত চারটি সিনেমা উত্তর আমেরিকায় ৫ মিলিয়ন ডলারের বেশি কালেকশন করেছে। এগুলো হলো— ‘দঙ্গল’, ‘পিকে’, ‘ধুম থ্রি’ ও ‘থ্রি ইডিয়টস’
৫ মিলিয়ন অতিক্রম করা তিনটি সিনেমার সুবাদে সালমান খান রয়েছেন তৃতীয় স্থানে। ছবিগুলোর নাম- ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্যদিকে শাহরুখ খানের মাত্র দুটি সিনেমা উত্তর আমেরিকায় এই মাইলফলক স্পর্শ করেছে। এগুলো হলো— ‘পাঠান’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’।