English

15 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

৯০ হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন বিজয়

- Advertisements -

শিশুশিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষ নায়ক থালাপাতি বিজয়ের যাত্রা যেন রূপকথার মতো। ক্যারিয়ারের তুঙ্গে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানানোর আগে শেষ সিনেমা জন নায়াগানের অডিও গান প্রকাশ করলেন তিনি, আর তাতে সাক্ষী হলো ৯০ হাজার ভক্তে ভরা স্টেডিয়াম।

শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজিত এই অনুষ্ঠানটি রীতিমতো উৎসবে রূপ নেয়। আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। মুহূর্তের

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভক্তদের সঙ্গে সেলফিতে মেতেছেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, “শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায়। আপনারা আমার জন্য হলে দাঁড়িয়েছেন এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।”

তিনি আরও জানান, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এইচ. বিনোদন পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজুসহ আরও অনেকে। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

এদিকে রাজনীতিতেও সক্রিয় বিজয়। নিজের গড়া দল তামিলাগা ভেটরি কাজাগমের প্রথম জনসভায় ইতোমধ্যে তিন লাখ মানুষের উপস্থিতি নজর কেড়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন সেখানেই তার মূল প্রস্তুতি।

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দান ভক্তদের ভালোবাসা সঙ্গী করেই নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপাতি বিজয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/53d4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন