নাসিম রুমি: ‘দৃশ্যম ৩’ থেকে অক্ষয় খন্নার সরে যাওয়ার বিষয়টি পুরনো হলেও, কেন তিনি সিনেমা ছাড়লেন—তা নিয়ে এখন নতুন করে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, লুক ও পারিশ্রমিক—এই দুই বিষয়েই নির্মাতাদের সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয়।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খন্না। সে সিনেমাতে তাঁর মাথায় পরচুলা ছিল না। ‘ধুরন্ধার’ হিট হওয়ার পর এই অভিনেতা এখন পরচুলা না পরে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। নির্মাতাদের আপত্তি ছিল এখানেই। তাঁদের মতে, আগের সিনেমাতে পরচুলা না থাকায় নতুন সিনেমাতে সেই পরিবর্তন আনলে গল্পের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। এই বিষয়টি নিয়ে দুই পক্ষ কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি।
এর পাশাপাশি পারিশ্রমিক নিয়েও আলোচনা এগোয়নি। ‘দৃশ্যম ২’এ ২-২.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অক্ষয়, এমনই শোনা যায়। কিন্তু ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে তিনি টাকার অঙ্ক বাড়াচ্ছেন। শোনা যাচ্ছে তিনি নাকি ২১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন, যা নিয়েও নির্মাতাদের সঙ্গে মতান্তর হয়েছে তাঁর।
সব মিলিয়ে লুক ও পারিশ্রমিক—এই দুই বিষয়েই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হওয়ায় ‘দৃশ্যম ৩’ থেকে সরে যাওয়ার পথ বেছে নেন অক্ষয় খন্না। তবে কোনও বিরোধ নয়, সৌজন্য বজায় রেখেই সিনেমা থেকে বিদায় নিয়েছেন তিনি। ভবিষ্যতে আবার একসঙ্গে কাজের সম্ভাবনাও খোলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অক্ষয় খন্না পরিবর্তে ‘দৃশ্যম ৩’ সিনেমায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াতকে।
