English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

অজয়কে নিয়ে ঠাট্টা করলেন কাজল

- Advertisements -

নাসিম রুমি: নাচের নাম করে যদি কেউ হেসে লুটিয়ে পড়ে তাহলে বুঝে নেবেন মঞ্চে ছিলেন অজয় দেবগন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘সন অব সর্দার ২’-এর প্রথম গান ‘পেহলা তু, দোজা তু’। সেখানে ভিন্ন এক নৃত্য পরিবেশন করে ট্রলের শিকার হয়েছেন এই অভিনেতা। গানটি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে গেছে, আর নেটিজেনদের মধ্যে রীতিমতো বইছে হাসির ঝড় । আর সেখানে অজয়কে নিয়ে ঠাট্টা করে ভিন্ন এক মাত্রা যোগ করলেন বলিউড অভিনেত্রী কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সন অব সরদার ২’-এর ‘পেহলা তু, দুজা তু’ গানটি দেখানো হলে কাজল সেখানে হেসে লুটিয়ে পড়েন।

সেসময় ভিডিও দেখে অভিনেত্রী হেসে বলেন, আমি আগেই বলেছি, অজয় দেবগন ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন, কারণ তিনিই একমাত্র শিল্পী যিনি এখন আঙুল দিয়েই নাচতে পারেন।‘

তিনি আরও বলেন, ‘আগে তো এমন ছিল যে, তিনি হাঁটতেন, আর সেই মোশন অনুযায়ী মিউজিক তৈরি হতো। আর এখন তো শুধু আঙ্গুল নাড়িয়েই কাজ চলে যাচ্ছে। তিনিই ইন্ডাস্ট্রির সবচেয়ে চালাক ডান্সারদের একজন।

মুক্তিপ্রাপ্ত ‘পেহলা তু, দুজা তু’ গানটিতে অজয় ও ম্রুণাল একটি অদ্ভুত কিন্তু মজাদার নাচ করেন। যেখানে তারা একে অপরের হাত জড়িয়ে আঙুল দিয়ে স্টেপ দেন, যেটা ইন্টারনেট দুনিয়ায় মিম উৎসবে পরিণত হয়েছে।

এদিকে ছবির প্রোমোশনাল ইভেন্টে অজয় দেবগন নিজেও এই ভাইরাল ডান্স স্টেপ নিয়ে প্রতিক্রিয়া দেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা এখন আমাকে নিয়ে মজা করেন। কিন্তু আমার জন্য এটুকু করাও অনেক কষ্টের ছিল।‘

বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত সিনেমা ‘সন অব সর্দার ২’ তে অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেছেন নীরু বাজওয়া, কুব্রা সাইতসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ জুলাই।

অন্যদিকে কাজলের নতুন ছবি ‘মা’ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এই ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন রনিত রায়, ইয়ানিয়া ভরদ্বাজ, সূর্যশিখা দাস ও ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xn3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন