English

33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

‘অনন্তের ভূয়সী প্রশংসা! মোদীকে নিয়ে কী বললেন শাহরুখ?

- Advertisements -

নাসিম রুমি: অনন্ত অম্বানীর বনতারা নিয়ে এ বার মুখ খুললেন শাহরুখ খান। অম্বানী-পুত্রের বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো বনতারা ঘুরে দেখেছেন, বন্যপ্রাণীদের সঙ্গে সময়ও কাটিয়েছেন তিনি। সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মোদী নিজেই। সেই ছবিগুলিই ফের ভাগ করে নিয়েছেন শাহরুখ।

অনন্ত অম্বানীর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের বাদশাহ। তিনি লিখেছেন, “পশুদেরও ভালবাসা পাওয়ার অধিকার রয়েছে। ওদেরও সুরক্ষা ও যত্নেরও প্রয়োজন। ওদের স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। আমাদের এই পৃথিবীর জন্যও ওদের যত্নের দরকার আছে।”

মোদীর হাতেই এই উদ্যোগের উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি। শাহরুখের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বনতারার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোনও মানুষের মন কতটা পরিষ্কার তা বোঝা যায় পশুদের প্রতি তাদের প্রেম দেখে।” সব শেষে অনন্তের প্রশংসায় তিনি বলেছেন, “এই অসহায় পশুদের জন্য অনন্তের এমন কাজ সত্যিই বড় ব্যাপার। বাবু, ভাল কাজ করতে থাকো।”

প্রধানমন্ত্রীও বনতারার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “বনতারার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” অনন্ত অম্বানী ও তাঁর দলকে এই উদ্যোগের জন্য কুর্নিশও জানিয়েছেন।

বনতারার প্রশংসায় মুখ খুলেছেন অন্যেরাও। বেশ কয়েকটি হিংস্র প্রাণীর সঙ্গে প্রধানমন্ত্রী ছবিও তুলেছেন। এর মধ্যে সোনালি বাঘ এবং চারটি তুষারচিতা উল্লেখযোগ্য। এ ছাড়াও শিম্পাঞ্জি, ওরাংওটাং, জলহস্তী, কুমির, জেব্রা, জিরাফ, একশৃঙ্গ গন্ডার, অজগর, দু’টি মাথাযুক্ত বিরল সাপ এবং কচ্ছপের আবাসস্থল ঘুরে দেখেন তিনি। শাহরুখ ছাড়াও অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর, শিখর ধওয়ান, বীর পাহাড়িয়াও অনন্তের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yw0t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন