English

34.6 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫
- Advertisement -

অনভিজ্ঞ অভিনেতায় ভরে গিয়েছে ইন্ডাস্ট্রি: নওয়াজউদ্দিন সিদ্দিকি

- Advertisements -

বলিউডে স্বজনপোষণ ও অনভিজ্ঞতার আধিক্য নিয়ে ফের সরব হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এখন এমন বহু অভিনেতা রয়েছেন, যারা প্রশিক্ষণহীন ও অভিনয়ে তেমন দক্ষ নন, তবুও তারা মূলধারার চলচ্চিত্রে সুযোগ পাচ্ছেন।

নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নওয়াজউদ্দিন বলেন,’এই ইন্ডাস্ট্রিতে সুযোগ অনেক সময় যোগ্যতার ভিত্তিতে আসে না, বরং সুবিধা আর পরিচিতির ভিত্তিতে অনেকেই কাজ পেয়ে যান। এমন অনেককেই দেখা যায়, যাদের উপরে ভরসা করাও কঠিন, তবুও তারা জায়গা করে নিচ্ছেন।’

বন্ধুত্ব আর সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজের মত প্রকাশ করেন তিনি। নওয়াজের মতে, ‘এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী সম্পর্ক খুব কমই দেখা যায়। অধিকাংশ সময়েই অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভোগেন। পারস্পরিক বিশ্বাসের অভাবও রয়েছে ব্যাপকভাবে।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘বহু অভিনেতা এতটাই অনভিজ্ঞ যে, তাদের দিয়ে অভিনয় করিয়ে নিতে আলাদা করে তৈরি করতে হয়। এটা শুধু বলিউডেই সম্ভব। অন্য ইন্ডাস্ট্রিগুলোতে পেশাদার ও প্রশিক্ষিত অভিনেতাদেরই সুযোগ দেওয়া হয়। সেখানে দক্ষতা ছাড়া টিকে থাকা অসম্ভব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন