পাকিস্তানের তরুণ অভিনেত্রী আইনা আসিফ অনলাইনে বেশ আলোচিত। অনলাইনে সমালোচনার শিকার হওয়া ও মানসিক চাপ নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি খোলামেলা বক্তব্য দিয়েছেন অনলাইন ট্রোলিং এবং নেতিবাচক মন্তব্যের মানসিক প্রভাব নিয়ে। অনেক সময় এসব মন্তব্য পড়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বলেই জানান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৬ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, জনসম্মুখে বেড়ে ওঠা একটা বড় চ্যালেঞ্জ। আর আপনি যদি পরিচিত মুখ হন, তাহলে সমালোচনার জন্যও প্রস্তুত থাকতে হয়। কিন্তু অনেক সময় ট্রোলিং এবং মন্তব্যগুলো এতটাই তীব্র হয় যে, সেগুলো আমার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।
আইনা আসিফ তার ক্যারিয়ার শুরু করেন শিশু মডেল হিসেবে, বিভিন্ন টিভি বিজ্ঞাপনে অংশ নিয়ে। ২০২১ সালে ‘পেহলি সি মহাব্বত’ নাটকের মাধ্যমে তিনি অভিনয়ে অভিষেক করেন।
এরপর ‘হম তুম’, ‘পঞ্জারা’, ও ‘মায়ি রি’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে ‘মায়ি রি’-তে তিনি কুরাতুল আইন বা ‘আনি’ হাবিব চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে তিনি ‘পরওয়ারিশ’ ধারাবাহিকে অভিনয় করছেন।
আইনা জানান, ‘মায়ি রি’ করার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর এবং এখন ১৬ বছর বয়সে তিনি আরও পরিণত একটি চরিত্রে অভিনয় করছেন।
তবে সামাজিক মাধ্যমে অনেকেই তার বয়স নিয়ে প্রশ্ন তুলছে, দাবি করছে তিনি তার প্রকৃত বয়স গোপন করছেন।
‘ট্রোলিং আমাকে সত্যিই আঘাত করে’, অকপটে বলেন আইনা।
তার ভাষায়, ‘গঠনমূলক সমালোচনা আমি গ্রহণ করি, কিন্তু অনেক নেতিবাচক মন্তব্য পড়ে আমি কেঁদে ফেলি।’
তিনি আরও জানান, তাকে অনেক সময় কার্টুন চরিত্রের সঙ্গে তুলনা করা হয় এবং তার চেহারা নিয়েও বিদ্রূপ করা হয়।
আইনা বলে, ‘মানুষ আমার চেহারা নিয়ে ঠাট্টা করে, যেন অভিনেত্রী মানেই একধরনের সৌন্দর্যের ছাঁচে তৈরি হওয়া উচিত। কিন্তু অভিনয় তো প্রতিভার ব্যাপার। আপনি আপনার চেহারা বদলাতে পারবেন না এবং আমি মনে করি কাউকে এভাবে বিচার করাটা অন্যায়।’
‘সব কষ্ট ও সমালোচনার মাঝেও আইনা তার শিল্পচর্চায় অটল রয়েছেন। আমি সময়ের সঙ্গে নিজেকে উন্নত করার চেষ্টা করছি’, বলেন তিনি। ‘তবে একই সঙ্গে আমি চাই মানুষ যেন একটু বেশি সহানুভূতিশীল হয়।’