জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। একটা সময় অভিনয় নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন। পাওয়া গেছে নিয়মিত নাচের অনুষ্ঠানগুলোতেও। তবে এখন বিশেষ দিনের কাজ ছাড়া পর্দায় খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে।
এদিকে, অনেকদিন পর নাচের অনুষ্ঠানের বিচারক হলেন শখ। গত সোমবার ও মঙ্গলবার দিন্যবাপী রাজধানীর শিশু একাডেমিতে ৪ থেকে ২৫ বছর বয়সের আগ্রহী নৃত্যশিল্পীদের নিয়ে ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’ শিরোনামে একটি নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইতিমধ্যে ক, খ ও গ বিভাগের ‘লোকনৃত্য’ (একক) প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের বিচারকার্য সম্পন্ন করেন অভিনেত্রী শখ। তার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ‘বাফা’র সিনিয়র নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী এবং সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।
প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শখ বলেন, ‘এর আগে আমিও একই প্রতিযোগিতার বিচারক হিসেবে পরপর তিন বছর কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে এই বছর প্রতিযোগীর সংখ্যা যেমন বেড়েছে তেমন প্রত্যেক প্রতিযোগীই নিজেদের শতভাগ পারফেক্টলি উপস্থাপন করার চেষ্টা করেছে। এখান থেকেই বেরিয়ে আসবে আমাদের আগামীর নৃত্যশিল্পীরা। আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো।’
নৃত্য প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী শত শত নৃত্যশিল্পীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে একক নৃত্যের জন্য ৭০০ টাকা ও দলীয় নৃত্যের জন্য ৫০০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়েছে। দেশব্যাপী ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’য় বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণপদক দেওয়া হবে।
আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের স্বর্ণপদক দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য দেবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।
এদিকে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’ আগামী ৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।