’ এই ঘটনাকে তিনি মেনে নিতে পারছিলেন না বলে জানিয়েছেন মিলা। প্রতিযোগীদের সঙ্গে অত্যন্ত অন্যায় হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। মিলা বলেন, ‘মিস ওয়ার্ল্ড-এর একটা মূল্যবোধ আছে। কিন্তু দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতা সেই পুরনো ধ্যানধারণাতেই আটকে। এই ধরনের ঘটনা নিজেকে যৌনকর্মী ভাবতে বাধ্য করাচ্ছে।’এই ঘটনায় তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও তীব্র নিন্দা জানিয়েছেন। মিলা ম্যাগির উপর হওয়া হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেন তিনি। কেটি রামা রাও বলেন, ‘মিলা ম্যাগি, তুমি একজন অত্যন্ত শক্তিশালী নারী। আমাদের রাজ্যে এসে তোমাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত।’
মিলা ম্যাগি পেশায় এক জন লাইফগার্ড। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে সিপিআর দিয়ে বাঁচানোই তাঁর কাজ। সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়ম বদলের জন্য লড়াই জারি রেখেছেন তিনি। ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতায় নিয়ম বদলে সফলও হয়েছেন তিনি। তবে এবার ভারতে এসে রীতিমতো ধাক্কা খেয়ে প্রতিযোগিতা ছাড়লেন এ মডেল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/p0kz