English

31 C
Dhaka
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
- Advertisement -

অন্য কেউ হলে আমার এই সব সহ্য করতো না: ববি দেওল

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর যেন সাফল্যের স্বাদ পেলেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে তার কর্মজীবন যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল।

সম্প্রতি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজেও ববির অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। যদিও একটা সময় তার কাজ কমতে শুরু করেছিল।

সেই সময় ভয়ঙ্কর ভাবে নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। স্ত্রী তন্যার সঙ্গে সম্পর্ক প্রায় শেষের পথে এসে দাঁড়ায়।
১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতেখড়ি ববির। তার পরে ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘অজনবি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

তারকাসন্তান হওয়ার সুবিধা, সঙ্গে একের পর এক সফল ছবি। অভিনয়জীবনের গোড়ার দিকে সাফল্যের মুখ দেখলেও তার পরে একটা সময় দীর্ঘ দিন হাতে কোনও কাজ ছিল না ববির। হতাশায় ডুবতে শুরু করেন ধর্মেন্দ্র-পুত্র।

ববি বলেন, ‘‘মদের নেশা ভয়ঙ্কর।

এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি রোজ মদ খাচ্ছি এমন নয়। কিন্তু খাওয়ার পর যেন মানুষটা অন্য হয়ে যেতাম। সে কারণে আমার বাড়ির লোকেরা আতঙ্কে থাকত। ’’
সেই সময় তার গোটা পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।

সেই সময় অবসাদে নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। তবে মদ ছাড়ার সিদ্ধান্ত নেন ছেলের কথা শুনে। ববি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘একদিন ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘মা তুমি রোজ কাজে যাও, বাবা তো বাড়ি বসে থাকে। ’ এই কথাটা শুনে অনেক কিছু বদলে গেল। ’’
যদিও খারাপ সময় কেটে এখন সাফল্যের নয়া স্বাদ পয়েছেন ববি। স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি, এত কিছুর পরও তাকে ছেড়ে যাননি।

ববির কথায়, ‘‘অন্য কেউ হলে আমার এই সব ব্যবহার সহ্য করতো না। তাই আমার জীবনে তন্যা মা-বাবার থেকে গুরুত্বপূর্ণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3v76
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন