তরুণ প্রজন্মের মাঝে শ্রোতাপ্রিয় গায়ক হৃদয় খান। এবার তার অভিষেক হলো অভিনেতা হিসেবে। শুধু তাই নয়, একইসঙ্গে এই গায়ককে পাওয়া গেল নির্মাতা হিসেবেও।
সম্প্রতি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে।
প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউ ইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ এটি।
‘ট্র্যাপড’ স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউই য়র্কে কীভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না।
নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’
