English

28.5 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

অভিনয় ছাড়ছেন বর্ষা

- Advertisements -

নাসিম রুমি: অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তার ক্যারিয়ার জীবন শুরু হয় ছোট পর্দায় মডেলিং করার মাধ্যমে। এরপর ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বেধে বড়পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। সেসময় ছবিটির টেকিনিক্যাল দিক অন্য সব ছবিগুলোর থেকে মানসম্মত হওয়ায় বেশ আলোচনায় আসে। এরপর তারা বেশকিছু ছবি করলেও ভাগ্যে মিলেনি আর দর্শক প্রসংশা। তবে এবার সিনেমা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করে এরপর আমি আর নতুন কোন ছবি করব না।’

কেন সিনেমা করবেন না এ বিষয়ে তিনি আরও বলেন, আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততোদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে অনন্ত অভিনয় করবেন কিনা এ বিষয়ে বর্ষা বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরব। অন্য নারীদের দিয়ে তাকাবেও না।

বিগত কয়েক বছর ধরেই ধর্ম কর্মে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। তার এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p2zd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন