English

24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- Advertisement -

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

- Advertisements -

অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। বেছে নিয়েছেন দ্বীনের পথ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানান এই চিত্রনায়িকা।

তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন মৌ খান। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি এই চিত্রনায়িকা।

ফেসবুকে মৌ খান লিখেছেন, ‘আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।’

তিনি আরও লিখেছেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ- দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী মৌ খানের ‘প্রতিশোধের আগুন’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে সিনেমায় খুব একটা সাড়া ফেলতে পারেননি এই চিত্রনায়িকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z2in
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বাবা হারালেন কাজী শুভ

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন