English

39 C
Dhaka
বুধবার, মে ১, ২০২৪
- Advertisement -

অভিনেতাদের বক্স অফিস ভাবনায় দুর্নীতির গন্ধ পাই: নওয়াজ

- Advertisements -

বলিউডের শক্তিমান অভিনেতাদের কাতারে প্রথমেই তার নাম আসবে। পর্দায় যার স্বল্প উপস্থিতিও প্রাণ এনে দেয়— তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। এত যশ-খ্যাতি নিয়েও সাদামাটা জীবনে অভ্যস্ত তিনি। ভাবনাগুলোও সহজ-সুন্দর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ‘হাজার কোটি পারিশ্রমিক নিয়ে নায়করা আসলে ছবির ক্ষতি করছেন।’

Advertisements

শিল্পী হিসেবে শিল্পের গুরুত্বই তার কাছে আগে। আত্মবীক্ষণের মধ্যে দিয়ে না গেলে ক্লান্তি বোধ করেন। যেমনটা করছিলেন বছর তিনেক আগেও। পর পর কাজ। বিধ্বস্ত লাগছিল অভিনেতার। জানালেন, আশীর্বাদের মতো অতিমারি এসে পড়ায় খানিক বিরতি পেয়েছিলেন। ফিরে গিয়েছিলেন দেহরাদূনের ফার্মহাউজ ঘুরে নিজের বাড়িতে। সেই অবসর যাপনের পর কাজে ফিরে এখন ভালো লাগছে নওয়াজের।

কতটা বদলেছে ইন্ডাস্ট্রি? সেই বদল ইতিবাচক না নেতিবাচক? জিজ্ঞাসা করতে অভিনেতার জবাব, ‘দর্শকের চিন্তা-ভাবনা এগিয়ে গিয়েছে, পেছনে পড়ে আছেন আমাদের তারকারা। সিনেমাও পিছনের দিকে হাঁটছে। তাহলে কেন দেখবেন এখনকার মানুষ? এখন তো ওটিটির সুবিধা রয়েছে!’

Advertisements

নওয়াজের মতে, তারকাখচিত ইন্ডাস্ট্রির ধারণা এবার বদলাতে চলেছে। অভিনেতাদের গুরুত্ব বাড়ছে। তবে কি শিল্পীরা ব্যবসা ভুলে শুধুই কাজ নিয়ে ভাববেন? নওয়াজ বললেন, ‘বক্স অফিসের নম্বর দেখা প্রযোজকদের কাজ। ছবির টিকিট বিক্রি হলো কি না, সেই চিন্তা অভিনেতারা কেন করবেন? আমি এখানে দুর্নীতির গন্ধ পাই। যে তারকারা ১০০ কোটি টাকা পারিশ্রমিক চান, তারা আসলে ইন্ডাস্ট্রিরই ক্ষতি চান। অল্প বাজেটের ছবি হলে কখনও লোকসানের বোঝা টানতে হয় না।’

নওয়াজ সাফ জানান, ছবির থেকে বাজেটের ভার বেশি হলে সেই প্রকল্প মুখ থুবড়ে পড়তে বাধ্য। ফিল্মের বাজেটই আসলে ছবির সাফল্য বা ব্যর্থতার কারণ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন