English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
- Advertisement -

অভিনেতা জুবের আলম-এর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: অভিনেতা জুবের আলম-এর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০২ সালের ৬ ফেব্রুয়ারী, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। প্রয়াত গুণি অভিনেতা জুবের আলম প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

অভিনেতা জুবের আলম ১৯৩৪ সালের ২৭ জানুয়ারী ফরিদপুর জেলায়, জন্মগ্রহন করেন।
প্রথমে মঞ্চনাটক দিয়ে তাঁর অভিনয় জীবনে প্রবেশ। তারপর ঢাকা রেডিওতে নাট্যশিল্পী হিসেবে যোগ দেন। এরপর আসেন চলচ্চিত্রে। জুবের আলম যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- জয় বাংলা, আমার জন্মভুমি, শ্রীমতী ৪২০, অন্তরালে, মাসুদ রানা, লাভ ইন সিমলা, বাদী থেকে বেগম, কি যে করি, দস্যুবনহুর, আপনজন, প্রতিনিধি, চলো ঘর বাঁধি, ছক্কা পাঞ্জা, ফকির মজনু শাহ্, শমমতা, অভিযোগ, চম্পা চামেলি, অভিযান, ভাগ্যলক্ষ্মী, সম্রাট, সোহেল রানা, পাহাড়ী ফুল, অশান্তি, প্রহরী, ছেলে কার, প্রভৃতি ।

জুবের আলম অনেক টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় নাট্যশিল্পী ছিলেন।

একজন প্রতিভাবান খলঅভিনেতা ছিলেন জুবের আলম। বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর-আশির দশকের একজন জনপ্রিয় খলনায়ক ছিলেন তিনি। খলনায়ক হিসেবে বহু হিট-সুপারহিট ছবিতে দাপটের সাথে অভিনয় করে গেছেন।

খলনায়ক হিসেবে একসময় চলচ্চিত্রে তাঁর যেমন চাহিদা ছিল, তেমনই ছিল জনপ্রিয়তাও। সেই সময়ের সব টপ নায়ক-নায়িকাদের বিপরীতে তিনি ছিলেন, ভিলেন চরিত্রে শক্তিমান অভিনেতা ।

জুবের আলম একজন ভালোমানের অভিনয়শিল্পী হিসেবে, সিনেমা দর্শকদের স্মৃতিতে আজও অম্লান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন