অভিনেতা ফ্যাটি মহসিন-এর আজ ৪৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। প্রয়াত এই চলচ্চিত্র অভিনেতার প্রতি জানাই বিন্ম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
ফ্যাটি মহসিন ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি, ঢাকায় জন্মগ্রহন করেন।
পঞ্চাশের দশকে তিনি বেতারের জনপ্রিয় নাট্যশিল্পী ছিলেন।
একসময় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ফ্যাটি মহসিন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ- চান্দা, তালাশ, মিলন, কাজল, ১৩ নং ফেকুওস্তাগার লেন, বাহানা, ইন্ধন, আপন দুলাল, ইস ধরতি পর, স্বরলিপি, প্রভৃতি।
তিনি টেলিভিশন নাটকেরও একজন নিয়মিত অভিনয়শিল্পী ছিলেন।
ফ্যাটি মহসিন-এর মতো অনেক শিল্পীকেই আমরা এখন ভুলে গেছি। বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবেসে-অভিনয়কে ভালোবেসে, এমন অনেক অভিনেতাই চলচ্চিত্রে এসেছেন এবং আমাদের চলচ্চিত্রশিল্পের বিকাশে রেখে গেছেন অনন্য ভূমিকা।
শুরুর দিকে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অভিনেতা ফ্যাটি মহসিনদের অবদান অনস্বীকার্য।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vrp1
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন