নাসিম রুমি: ভুল করে এমন হয়েছে, স্বীকার করেছেন বিরাট কোহলি। কিন্তু কে শুনছে কার কথা। সমালোচিত হচ্ছেন আলোচিত কোহলি, কেউ কেউ ‘ডাল মে কুচ কালা…’ দেখে বসেছেন। তো ভারতের তারকা ক্রিকেটার কি এমন করে বসেছেন, যা নিয়ে এত ট্রল।
অখ্যাত একজন অভিনেত্রীর ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছিলেন কোহলি। সেটি সামনে আসতেই বেড়েছে গুঞ্জন। জল্পনা-কল্পনার গল্পের ঝাঁপিও খুলেছে বড়সড় আকারে। এতটাই বড় হয়েছে যে খোদ কোহলি খোলাশা করলেন, ইচ্ছে করে কোনো লাভ রিয়্যাক্ট দেইনি। ভুলে হয়ত পড়ে গেছে। গত বৃহস্পতিবার ছিল কোহলির স্ত্রী আনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্টও করেছিলেন। কিন্তু বিপত্তিটা বাঁধে ওইদিনই! কোহলি একটি পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট করেছেন। সেই ছবিটি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কউরের।
যদিও পেজটি অভিনেত্রীর নিজের নয়। অভনীতের একটি ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছিল। সেখানেই লাভ রিয়্যাক্ট পড়ে কোহলির। বিষয়টি সামনে আসতেই ভাইরাল হয় পোস্ট। কেউ কেউ স্কিনশট নিয়েও মজা করেছেন। কোহলির ‘কাণ্ড’ দেখানোর জন্য সেই পোস্টে আনুষ্কাকেও ট্যাগ করেন অনেকে।
মাত্রা যখন চরমে, তখন নিজের অবস্থান পরিষ্কার করেন কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের তারকা ব্যাটার লিখেছেন, ‘যখন আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়ত অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পেছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। সবাইকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’
বিবৃতি দিয়েও রক্ষা হয়নি আনুষ্কার দুই সন্তানের বাবা কোহলির। উল্টো আরও বেশি মজার পাত্র বনেছেন কোহলি। কেউ কেউ মজার সুরে বিস্ময় প্রকাশ করছেন, অ্যালগোরিদম কি না বেছে বেছে অভনীতের ছবিই পেল? কোহলি আর জবাব দেয়নি, এই বিতর্কের জবাব কি আর এত দ্রুত দেওয়া যায়!