তামিল, তেলেগু, মালয়ালমের আঙিনা পেরিয়ে বলিউডেও নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন কীর্তি সুরেশ। অভিনয়–প্রতিভায় দর্শকের মনে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি তাঁর সাজপোশাকও মুগ্ধ করছে ফ্যাশন অনুরাগীদের। সম্প্রতি সিনেমার প্রচারের জন্য এক অন্যরকম পোশাকে সবার নজর কাড়লেন এই অভিনেত্রী।
রঙিন লুডু বোর্ড থেকে অনুপ্রাণিত হয়ে নিজের যেন গায়ে চাপিয়েছেন এই নকশা। উজ্জ্বল রঙের ব্লক প্রিন্টে ভরপুর এই পোশাক তার আগের যেকোনো লুক থেকে আলাদা করে তুলেছে। খেলাধুলা ও উচ্ছলতার ছোঁয়া যেন পোশাকের প্রতিটি অংশে ফুটে উঠেছে, যা কীর্তির স্টাইলকে দিয়েছে এক নতুন মাত্রা।
অভিনেত্রী লুকটি রেখেছেন সহজ অথচ মার্জিত। চুল বাধা, কানে সোনার হুপ দুল, আর হালকা মেকআপ—সব মিলিয়ে পোশাকটিই হয়ে উঠেছে মূল আকর্ষণ।
আর যে বিষয়টি পুরো সাজকে সম্পূর্ণ করেছে তা হলো কীর্তির স্বতঃস্ফূর্ত ভঙ্গি ও প্রাকৃতিক হাসি।
তার এই স্বতঃস্ফূর্ত ও সহজ লুক প্রমাণ করে, ফ্যাশন কখনো কখনো সবচেয়ে সুন্দর হয় তখনই যখন সেটি সহজ ও বাস্তব থাকে।