English

25.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

অভিষেক-কারিশমার বিয়ে ভাঙার কারণ জানালেন অমিতাভ

- Advertisements -

২০০২ সালের ১১ অক্টোবর, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে ছেলের বাগদানের ঘোষণা দিয়েছিলেন জয়া বচ্চন। সেদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়, অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান সম্পন্ন হয়েছে। দুই বলিউড রাজপরিবার—বচ্চন ও কাপুরের এই সম্পর্ক নিয়ে তখন জোর চর্চা শুরু হয়। তবে মাত্র কয়েক মাস পর ২০০৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় সেই বাগদান।

বছর দুয়েক পরে, ২০০৫ সালে করণ জোহরের সঞ্চালনায় প্রচারিত জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর প্রথম মৌসুমে ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে উপস্থিত হয়ে প্রথমবারের মতো এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অমিতাভ।

করণের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘ওটা ছিল খুব সংবেদনশীল একটি সময়। সম্পর্ক গড়ে উঠছিল, আবার ভেঙেও যাচ্ছিল। এটা যেকোনো তরুণ এবং তার পরিবারের জন্য কষ্টদায়ক। আমরা কখনোই চাই না, এমন কিছু কারও সঙ্গে ঘটুক। কিন্তু যখন পরিবেশ অনুকূল থাকে না, তখন আলাদা হয়ে যাওয়াই ভালো। আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল।’

নিজের বক্তব্যে জীবনের কঠিন অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখার পরামর্শও দেন অমিতাভ। বলেন, ‘এই ধরনের ঘটনা একজন মানুষকে আরও পরিপক্ব করে তোলে, তাকে শক্তিশালীভাবে পৃথিবীর মুখোমুখি হওয়ার শিক্ষা দেয়। পেশাগত জীবনেও এটি একধরনের শিক্ষণীয় অভিজ্ঞতা।’

সবশেষে পরিবারের মূল্যবোধের কথা জানিয়ে অমিতাভ বলেন, ‘আমার বাবা আমায় শেখাতেন—মন মতো কিছু হলে ভালো, আর না হলে আরও ভালো। কারণ তখন তা ঈশ্বরের ইচ্ছায় হয়। আর ঈশ্বর কখনওই কারও মঙ্গল ছাড়া কিছু চান না। আমরা পরিবারের সবাই এই শিক্ষাকেই অনুসরণ করি।’

উল্লেখ্য, কারিশমা কাপুর পরবর্তীতে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন এবং ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে, অভিষেক বচ্চন ২০০৭ সালে বিয়ে করেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bqyp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন