English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

অমিতাভকে চরম অপমান রাজেশ খান্নার

- Advertisements -

নাসিম রুমি: রাজেশ খান্না। বলিউডের তিনি প্রথম সুপারস্টার। এটাই তাঁর পরিচয় হয়ে দাঁড়ায়। তাঁর সব ছবিই যেন পলকে হিট। তাঁর সামনে অন্যান্য অভিনেতাদের এক কথায় টেকা দায়। সেই স্টারের কেরিয়ার যখন মধ্য গগণে, ঠিক সেই সময় সিনেমাতে পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন অমিতাভ বচ্চন। একটা সময় পর যাঁদের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। প্রকাশ্যে বচসা নয়, তবে কথার মারপ্যাঁচে রাজেশ খান্না একাধিকবার অমিতাভ বচ্চনকে কটাক্ষ করতে পিছপা হননি। কখনও জয়া বচ্চনের সামনে চরম অপমান, কখনও আবার বিভিন্ন সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের প্রসঙ্গ তুলে তাঁকে কটাক্ষ করতে পিছপা হননি তিনি। তেমনই একবার অমিতাভের পারফর্মেন্স নিয়ে সরব হয়েছিলেন তিনি।

অমিতাভ বচ্চনের গান মেরে অঙ্গনে ম্যায় তুমহারা কেয়া কাম হ্যায় দর্শক মনে ব্যপক সাড়া ফেলেছিল। যে গানটি তিনি নিজেই গেয়েছিলেন। পাশাপাশি এই গানেই তাঁকে মেয়েদের পোশাকে নাচতে দেখা যায়। যা সকলের চোখে বেশ মজাদার হলেও বিষয়টা মোটেও ভাল লাগেনি রাজেশ খান্নার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মানতে পারেননি, অমিতাভের এই উপস্থাপনা। ১৯৮২ সালে একটি ম্যাগাজিনে তিনি বলেছিলেন, ‘আমি কখনই আমার সম্ভ্রম নষ্ট করতাম না। টাকার জন্য শাড়ি পরে মেরে অঙ্গনে ম্যায়-তে নিজেকে তুলে ধরতাম না।’

যদিও লাওয়ারিস ছবি থেকে এই গান অমিতাভ বচ্চনের কেরিয়ারে একটা বিশেষ স্থান পায়। সকলেই এই গানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। অমিতাভের নিজের গলায় গাওয়া এই গান যে এই হারে জনপ্রিয় হবে, তা হয়তো অনেকেই জানতেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i99y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন