নাসিম রুমি:বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সেখানে অমিতাভের মুখোমুখি বসে চোখে চোখ রেখেই একের পর এক প্রশ্ন করেন কার্তিক। অভিনেতা জিজ্ঞাসা করেন, অমিতাভের সামাজিক মাধ্যমের পাসওয়ার্ড কি জয়া বচ্চন জানেন? এ কথা শুনেই আঁতকে ওঠে ‘বিগবি’ বলেন— ‘পাগল নাকি, আমি এটা ওকে বলব?’
বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কার্তিক সে বিষয়েই প্রশ্ন করলেন বিগবিকে। বার্ধক্যের জন্য খাবারে নানা রাশ টানতে হয়। অমিতাভ কি জয়াকে লুকিয়ে নানা রকমের খাবার খান?—এমন প্রশ্ন শুনেও চক্ষু চড়কগাছ হয়ে যায় শাহেনশাহের। শুধু তাই নয়, বিগবিকে হাত দিয়ে কোরিয়ান ‘হৃদয়’ তৈরি করার কায়দাও শিখিয়ে দেন কার্তিক আরিয়ান।
এ অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। এ তারকা জুটি তাদের সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র প্রচার করেন সেই অনুষ্ঠানে। এ সিনেমার ঝলক থেকেই সাড়া পড়েছিল। ঝলকে সাবেক প্রেমিক-প্রেমিকা কার্তিক ও অনন্যাকে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই সিনেমা ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশ্ন করেছিলেন— আবার কি ভাঙা সম্পর্কে জোড়া লাগল?
উল্লেখ্য, অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী অনন্যা পান্ডে ২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ সিনেমায় জুটি বেঁধেছিলেন । সেই সময়ে পর্দার রসায়ন নাকি বাস্তবেও ছড়িয়ে পড়েছিল। অনন্যার মাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন— কন্যার সঙ্গে কার্তিকের জুটি তার খুবই পছন্দ।
