অশ্লীল সিনেমায় অভিনয়ের কারণে মালায়ালম চলচ্চিত্র অভিনেত্রী শ্বেতা মেননের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এর্নাকুলাম সেন্ট্রাল থানা। আদালতের নির্দেশে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
অভিযোগকারীর দাবি, অভিনেত্রী শ্বেতা অতিরিক্ত অর্থের লোভে অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয়বস্তুযুক্ত চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। যা সামাজিক অবক্ষয় ও তরুণ সমাজের জন্য হুমকি।
লিশ জানিয়েছে, মামলাটির প্রাথমিক তদন্ত চলছে। আদালতের নির্দেশে মামলাটি ‘অশ্লীল বাণিজ্য (প্রতিরোধ) আইন, ১৯৫৬’-এর ধারা ৫, ৩ এবং ‘তথ্য প্রযুক্তি আইন, ২০০০’-এর ধারা ৬৭(এ)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করে দেখবে অভিযোগগুলো আদৌ প্রমাণিত হয় কি না। অসামাজিক কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং তথ্যপ্রযুক্তি আইন বিভিন্ন ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।
১৯৯১ সালে মালায়ালাম ভাষার ‘অনাশ্বরম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শ্বেতা মেননের। ৫১ বছরের শ্বেতা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। মালায়ালাম ছাড়াও ত্রিশের অধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাছাড়া তামিল, তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
কাজের স্বীকৃতিস্বরূপ শ্বেতা মেনন দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ১৯৯৪ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক’ খেতাবও অর্জন করেন এই অভিনেত্রী।