English

38.6 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫
- Advertisement -

অশ্লীল দৃশ্যের জন্য শুধু পরিচালক নন, শিল্পীও দায়বদ্ধ: তানজিকা

- Advertisements -
জনপ্রিয় বিনোদন মাধ্যম ওটিটি প্ল্যাটফরমের বিরুদ্ধে অশ্লীল ও যৌনতার অভিযোগ আনছেন অনেকে। সেন্সর ব্যবস্থা নেই বলে দর্শকের আগ্রহ তৈরির জন্য কৌশলে এ ধরনের দৃশ্য বা সংলাপ সংযোজন করা হচ্ছে।
Advertisements

অনেক অভিনেত্রী আছেন, যারা চরিত্রের প্রয়োজনে অশ্লীল দৃশ্যে অভিনয়ে আপত্তি করেন না। আবার কেউ কেউ মোটেই তা করতে রাজি নন।

তাদেরই একজন তানজিকা আমিন। অভিনেত্রী মনে করেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন পরিচালক দায়বদ্ধ নন। শিল্পীও দায় এড়াতে পারেন না। পর্দায় একজন শিল্পী কতটুকু কী করবেন, তা মাথায় থাকা দরকার।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিকা বলেন, ‘আমি পর্দায় কী করব, সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভরশীল। ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলেই তাতে শিল্পীর অভিনয়ের যৌক্তিকতা নেই। কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না।’

অযথা কিংবা অপ্রয়োজনে শুধু কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই বলে মনে করেন তিনি।

এদিকে সম্প্রতি রায়হান রাফীর ‘অমীমাংসিত’ শিরোনামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন তানজিকা। পয়লা অক্টোবর উন্মুক্ত হবে এটি। শোনা যাচ্ছে, আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। যদিও এটা নিয়ে কথা বলেননি এ অভিনেত্রী।

২০০৪ সালের লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানার আপ তানজিকা আমিন।

১৮ বছরের ক্যারিয়ারে তার কাজের সংখ্যা তুলনামূলক কম।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন