English

28.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

অসুস্থ হয়ে পড়েন রাকেশ, মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল না রক্ত

- Advertisements -

নাসিম রুমি: বলিউড পরিচালক ও অভিনেতা রাকেশ রোশান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৬ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়। তার মস্তিষ্কের ধমনীতে রক্ত প্রবাহে গুরুতর সমস্যা ধরা পড়েছিল। প্রাথমিক পর্যায়ে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হলেও বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাকেশ রোশনের মেয়ে সুনয়না রোশান জানান, তার বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। অবস্থার উন্নতি হওয়ার পর তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বাবা অসুস্থ থাকায় হাসপাতালে দেখতে গিয়েছিলেন ছেলে, বলিউড সুপারস্টার হৃতিক রোশানও।

ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে রাকেশ রোশান নিজেই বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোনো উপসর্গ ছিল না। হঠাৎ করেই জানতে পারলাম আমার ক্যারোটিড ধমনী দুটিতে সঠিকভাবে রক্ত প্রবাহিত হচ্ছে না এবং মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশেরও বেশি অংশে ব্লকেজ রয়েছে।’

‘এটি উপেক্ষা করলে বড় বিপদ হতে পারতো। আমি বিষয়টি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’

শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশ ধমনীতে রক্ত ​প্রবাহে গুরুতর বাধা ছিল। সময়মতো হাসপাতালে না নেওয়া হলে বড় ধরনের বিপদ ঘটতে পারতো।

৭৫ বছর বয়সী রাকেশ রোশান তার নিয়মানুবর্তী জীবনযাপন এবং প্রতিদিন সাত ধরনের ব্যায়ামের জন্য পরিচিত। এত নিয়ম মেনে চলার পরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b98n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন