হলিউড তারকা টম ক্রুজ এবার অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার হাতে তুলে নিলেন। রোববার (১৬ নভেম্বর) গভার্নর্স অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ‘টপ গান’–খ্যাত এই অভিনেতা। তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। বর্তমানে তিনিই টম ক্রুজকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করছেন, যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা।
পুরস্কার গ্রহণের মঞ্চে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তুলে ধরেন—বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমা কীভাবে শক্তি হিসেবে কাজ করে।
ক্রুজ বলেন, সিনেমা তাঁকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। ভিন্নতাকে বুঝতে, সম্মান করতে শিখিয়েছে। একই সঙ্গে দেখিয়েছে, মানুষের অভিজ্ঞতা কতটা মিলের—“আমরা যেখান থেকেই আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে আশাবাদী হই—এটাই এই শিল্পের শক্তি। তাই সিনেমা গুরুত্বপূর্ণ, আর আমার কাছে এটি এত মূল্যবান।”
টম ক্রুজ আরও বলেন, সিনেমা বানানো তাঁর কাছে শুধু কাজ নয়—এটাই তাঁকে পরিচিত করে এমন এক বড় অংশ।
