English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’

- Advertisements -

নাসিম রুমি: ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ সিনেমাটি ইতোমধ্যেই দারুণ প্রশংসা কুড়াচ্ছে। দীর্ঘ আট বছর পর সিনেমাটির মাধ্যমে ফিরেই বাজিমাত করেন অভিনেতা মাহফুজ আহমেদ।

তার সঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এবার দেশের সীমানা পেরিয়ে সিনেমাটি আগামী ৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

একই দিনে একযোগে এই দুই দেশের বড় বড় শহরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান প্রযোজক জামাল হোসেন। তিনি জানান, সেখানে ‘প্রহেলিকা’ ডিস্টিবিউশন করছে যথাক্রমে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন।

প্রযোজক জামাল হোসেন বলেন, আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। ইতোমধ্যেই সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকিট ইতোমধ্যেই সোল্ট আউট। আমরা আশা করছি, সিনেমাটি সেখানেও বাংলাদেশের মতোই সাড়া ফেলবে।

রঙ্গন মিউজিক ও জামাল হোসেন প্রযোজিত ‘প্রহেলিকা’ পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oe2h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন