English

30.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

অস্ত্রোপচার শেষে কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

- Advertisements -

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভারে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ‘স্টেজ টু’ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন ‘কাহা হাম কাহা তুম’ অভিনেত্রী। মঙ্গলবার (৩ জুন) প্রায় ১৪ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার হয়েছে তার। দীপিকার অস্ত্রোপচারের খবরে উদ্বেগ জানিয়েছেন তার অনেক অনুরাগী। অস্ত্রোপচারের পর অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার স্বামী শোয়েব ইব্রাহিম।

ব্লগে শোয়েব জানিয়েছেন, ধীরে ধীরে দীপিকার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, ‘ঈদের মধ্যেই দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছে।

এটা আমাদের জন্য খুশির খবর। তিনদিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সার্জারির পর তার স্বাস্থ্য ভালোর দিকে এগোচ্ছে। সন্ধ্যাবেলা চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাকে কেবিনে দেওয়ার।

তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। প্রায় ১৪ ঘণ্টা ধরে দীপিকার অপারেশন হয়েছে।’

দীপিকার অস্ত্রোপচার নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব জানান, তিনি ও পরিবারের সকলে ভীষণ চিন্তিত ছিলেন। শোয়েব বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছিল সার্জারি করতে অনেকটা সময় লাগবে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল ৮টা ৩০ মিনিটে।

ওটিতে নিয়ে যাওয়া হয় ১১.৩০ টায়। সন্ধ্যে ৬ থেকে ৭টা নাগাদ আমাদের চিন্তা বাড়তে থাকে। এতক্ষণ ধরে কোনও অস্ত্রোপচার হচ্ছে আমরা দেখিনি। ওটি থেকেও কোনও নার্স-চিকিৎসকদের কোনও খবর পাচ্ছিলাম না। তারপর চিকিৎসকরা জানান, অপারেশন সফল হয়েছে।’

শোয়েব আরো বলেন, ‘অস্ত্রোপচারে চিকিৎসকরা দীপিকার গলব্লাডারে স্টোন দেখতে পান। ফলে তারা সেটাও বের করেন। লিভারের একটা ছোট অংশ কাটতে হয়েছে কারণ সেখানে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিক হয়ে যাবে। চিন্তার বিষয় নেই। তবে দীপিকা বাড়ি ফিরলে তাঁর আরও বেশি খেয়াল রাখতে হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m70x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন