নাসিম রুমি: প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের প্রেমের সম্পর্কের কথা একসময় খুব জোরেশোরে চাউর হয়েছিল। এ নিয়ে নাকি শাহরুখের দাম্পত্যজীবনেও বেশ অশান্তির সৃষ্টি হয়েছিল। সে সময় বিবাহিত নায়কের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগে বেশ কটাক্ষের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে।
পরে অবশ্য এসব নিয়ে মুখ খোলেন শাহরুখ।
সম্প্রতি অভিনেতার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। যেখানে প্রিয়াঙ্কার প্রতি ধেয়ে আসা কটাক্ষকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন কিং খান।
ভাইরাল সেই সাক্ষাৎকারে শাহরুখ বলেন, সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক।
আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।
তার কথায়, ও আমার অন্যতম সেরা বন্ধু। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে।
মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে। ক্যামেরার সামনে ও পেছনে—দুই জায়গাতেই আমরা চমৎকার কিছু সময় কাটিয়েছি। বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।
অবশ্য এখন আর সেসব গুঞ্জন নেই। জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করে বর্তমানে হলিউডেই নিজের আসন পাকাপোক্ত করেছেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, গত বছর স্বপ্নের মতো কেটেছে শাহরুখের। ব্যাপক বক্স অফিস সফলতার পাশাপাশি অভিনয়ের জন্য প্রথমবারের মতো জেতেন জাতীয় পুরস্কার।
