নাসিম রুমি: নামজাদা প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডের অ্যাকশন কিং সানি দেওল। শোনা যাচ্ছে, সেখান থেকে আসতে যাচ্ছে এক বড় বাজেটের অ্যাকশন থ্রিলার, যার শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে।
জানা গেছে, এই প্রযোজনা সংস্থা থেকে আগামী দুই বছরে কয়েকটি বড় বাজেটের সিনেমা বের হবে। যার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘১২০ বাহাদুর’, ‘মির্জাপুর: দ্য মুভি’, এবং বহু প্রতীক্ষিত ‘ডন ৩’। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে আরও একটি বিগ বাজেট অ্যাকশন থ্রিলার, যার মুখ্য ভূমিকায় থাকছেন সানি দেওল।
এই সিনেমাটির নাম ‘তুজকো ছোরোগি নাহি’ পরিচালনায় থাকছেন নবাগত পরিচালক বালাজি, যিনি দীর্ঘদিন দক্ষিণী সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্ক্রিপ্ট পড়ে সানি এতটাই মুগ্ধ হয়েছেন যে প্রস্তাবে সায় দিতে সময় নেননি। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির সঙ্গে কাজ করার সুযোগকেও তিনি বিশেষভাবে দেখছেন।