English

31.9 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি

- Advertisements -

নাসিম রুমি: পরিণীতি চোপড়াকে শেষবারের মতো দেখা গিয়েছিলো ‘অমর সিং চামকিলা’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। আপনি কি জানেন, রনবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার হিট ‘অ্যানিমেল’ সিনেমাটি প্রত্যাখান করে পরিণীতি সাইন করেছিলেন ‘অমর সিং চামকিলা’!

অভিনেত্রী এখনো মনে করেন, এটি ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। সম্প্রতি রজত শর্মার ‘শো আপ কি আদালত’- এ একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় একইসময়ে দু’টি সিনেমার প্রস্তাব আসে তার কাছে। কোন সিনেমাটি তার করা উচিৎ, তা নিয়ে ভেবেছিলেন তিনি।

তার মন সায় দেয় ‘অমর সিং চামকিলা’ সিনেমার প্রতি। পরিনীতি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি এখনো বিশ্বাস করেন, ভালো পথটিই বেছে নিয়েছিলেন এবং এটি ছিল তার সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটি।‘অ্যানিমেল’ সিনেমায় ‘গীতাঞ্জলি’ চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন পরিণীতি। ঠিক সেই সময় ‘অমর সিং চামকিলা’র প্রস্তাব আসে এবং পরিণীতি তার সিদ্ধান্ত পাল্টান।

পরিণীতি অকপটে বলেন, এ আর রহমান এবং ইমতিয়াজ আলীর সাথে কাজ করার লোভ এবং তার গানের প্রতিভা দেখানোর সুযোগ তিনি হারাতে চাননি। একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিদ্ধান্ত নিতে। সিনেমাটি তার ক্যারিয়ারে অপরিমেয় ভালবাসা, সম্মান এবং সমালোচকদের প্রশংসা নিয়ে আসে। এ কারণেই পরিণীতি বিশ্বাস করেন, সিদ্ধান্তটি ছিল যুগান্তকারী এবং তার ক্যারিয়ারের জন্য সর্বশ্রেষ্ঠ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hjpf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন