ফের নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে আঁচলের সঙ্গে জুটি বাঁধবেন নবাগত মঈন খান। ‘যমজ ভূতের গল্প’ সিনেমার পরিচালক মিজানুর রহমান লাবু। নিজের গল্প এবং চিত্রনাট্যে তিনি নির্মাণ করতে যাচ্ছেন এই সিনেমা। প্রযোজনা করছে রুশদা ফিল্মস। আগামী ২৩ নভেম্বর গান দিয়ে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির।
এ প্রসঙ্গে মিজানুর রহমান লাবু বলেন, ‘আগের ছবি থেকে ব্যতিক্রম একটি ছবি হতে যাচ্ছে ‘যমজ ভূতের গল্প’। আমার ছবির গল্পের ধরন বরাবরই ভিন্ন। আঁচল মিষ্টি মেয়ে এ সময়ে ভালোই কাজ করছে। তাঁর কাজের আগ্রহ চিন্তা ভাবনা সব কিছু ভালো লেগেছে। এক গল্পে অনেক গুলো চরিত্র করবে। ছবিটিতে চমক আছে। এটি নায়ক-নায়িকা নির্ভর ছবি নয়।’
আঁচল বলেন, ‘ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ তাই প্রস্তাব পেতেই লুফে নেই। গল্পে নতুনত্ব আছে। দারুণ একটা টিম আছে এই সিনেমার পিছনে। এ ছবি দিয়ে প্রথমবার লাবু ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। আমি অভিভূত। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। দর্শকের ভালো লাগবে। আপনাদের সবার দোয়ায় বিরতি ভেঙ্গে ফিরে এরইমধ্যে কয়েকটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছি। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে। আর বিরতি নয়।’
মঈন খান বলেন, ‘চলচ্চিত্রর ক্রান্তিলগ্ন এর মধ্যেও ভালো কিছু কাজ করার চেষ্টা করতে হবে। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো একটি কাজ উপহার দিতে। নায়ক-নায়িকা নির্ভর নয় এখন গল্প নির্ভর সিনেমা উপহার দিতে হবে। শিক্ষিত ছেলে-মেয়েদের মিডিয়ায় আসা প্রয়োজন তাহলেই মিডিয়ার পরিবর্তন হবে।’
বিরতি ভেঙ্গে ফিরেই আঁচল এরইমধ্যে শেষ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‘চিত্রকার’ ও গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিং। আগামী ২৮ নভেম্বর অংশ নিবেন ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’ ওয়েব চলচ্চিত্রের শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান মিজান পরিচালিত আঁচল অভিনীত ‘রাগী’ সিনেমাটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/590p
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন