English

33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

আঁতকে উঠলেন মিষ্টি

- Advertisements -

কলকাতার ছোট পর্দার বড় অভিনেত্রী মিষ্টি সিং। নিজের অভিনয়ের মাধুর্যতা দিয়ে জয় করে নিয়েছেন দুই বাংলার অসংখ্য দর্শক ভক্তের মন। তবে ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলের বেকারি সেকশনে গিয়ে রীতিমতো আঁতকে উঠলেন এই অভিনেত্রী।

সেখানের একটি ভিডিও করে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চক্ষুস্থির। মিষ্টি জানান, হাতে কিছুটা সময় থাকায় নিজের প্রিয় পাঁচতারা হোটেলের বেকারি সেকশনে খেতে ঢুকেছিলেন। কিন্তু সেখানের অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে তিনি এতটাই অবাক হয়ে যান যে ভিডিও করে তা সকলের সামনে তুলে ধরেন।

মিষ্টি ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, জেডব্লিউ ম্যারিয়টে গিয়েছিলাম কিছু পেস্ট্রি তুলতে।

যখন বাছতে গেলাম দেখি আরশোলা। এ রকম একটা ফাইভস্টার সেভেনস্টার হোটেলের খাবারের উপর আরশোলা, পোকা-মাকড় ভাবাই যায় না। এইগুলোই অনলাইনে অর্ডার করার সময়তেও যায়। কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি! ভিডিওতে দেখা যাচ্ছে, কাচের শোকেসে থরে থরে সাজানো রয়েছে কেক পেস্ট্রি মাফিন থেকে শুরু করে নানা ধরনের ডেজার্ট।
আর তাতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। রিলের একটা অংশে হোটেলের কর্মচারীদের সঙ্গেও কথা বলতে দেখা গেল মিষ্টিকে এই নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।
একজন মন্তব্য করেছেন, জেডব্লিউ কখনও কোনো রাস্তার ধারের চায়ের দোকান নয়। এমনিতেই করোনা আবার বাড়ছে। ওদের উচিত অবিলম্বে এই নিয়ে ব্যবস্থা নেওয়া। দেখেই ঘৃণা লাগছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n3tu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন