English

25 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
- Advertisement -

আইয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রে রক ফেস্ট

- Advertisements -

নাসিম রুমি: আইয়ুব বাচ্চু সব সময় প্রাসঙ্গিক। ঠিক তাঁর গাওয়া গানের মতো, যেখানে তিনি অকপটে বলে গেছেন একটি সত্য– ‘আমি যাব চলে, দূরে বহুদূরে/ গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে…।’ তাই আইয়ুব বাচ্চুর অনবদ্য সৃষ্টি, অনিন্দ্য গায়কি, শোণিতধারায় ঝড় বইয়ে দেওয়া গিটার বাদন নিয়ে অনুরাগীরা আলোচনায় মুখর হবেন; স্মৃতি রোমন্থনে ডুব দেবেন; মনে করিয়ে দেবেন, কীভাবে তিনি হয়ে উঠেছিলেন তাঁর কালের শ্রেষ্ঠ ব্যান্ড তারকা; কেন তাঁর গানগুলো এখনও শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে– এটাই স্বাভাবিক।

সে কারণে এবার কিংবদন্তি এই শিল্পী ও সংগীতস্রষ্টার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বাংলা রক গানের উৎসব। ডিমভি বাংলা রক ফেস্টিভ্যালের ধারাবাহিক আয়োজনের এবারের এই কনসার্টের শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে।

এতে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তাঁর ব্যান্ড। এ ছাড়া এই আয়োজনে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল। বিশেষ অতিথি থাকবেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন। এই উৎসবের আয়োজন করেছেন রোজারিও মিডিয়াওয়ার্কস।

আয়োজকরা জানিয়েছেন, ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’র আয়োজন। চলবে রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে তাঁর গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে। পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনাসহ আরও কিছু আয়োজন।

এ উৎসবে আরেকটি চমক হলো আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সংগীত সহযোদ্ধা এবং ব্যান্ড এলআরবির দুই প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ও টুটুলের অংশগ্রহণ।

এই রক উৎসবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো তাঁর পরবর্তী প্রজন্মের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের সংগীতপিপাসা মেটানোর পাশাপাশি রক আইকনখ্যাত এই শিল্পীর অনবদ্য সৃষ্টিকে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের। সব মিলিয়ে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pp7d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন