English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

আকাশছোঁয়া পারিশ্রমিকে নতুন রেকর্ড তামান্নার

- Advertisements -

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও পেশাদার জীবনে এক মুহূর্তের জন্যও থেমে থাকেননি দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা সামলালেও ক্যারিয়ারে তার কোনো ছাপ পড়তে দেননি তিনি, বরং ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর মতো জনপ্রিয় গানে পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। তবে নতুন বছরে কাজের তালিকার চেয়েও বেশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিক। এখন আর দিন বা সিনেমাভিত্তিক চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনের জন্য তামান্না দাবি করেন ৬ কোটি টাকা। অর্থাৎ মঞ্চে প্রতি মিনিট উপস্থিত থাকার বিনিময়ে তিনি পেয়েছেন ১ কোটি টাকা—যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকে।

ওই অনুষ্ঠানে বহু নামিদামি তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই। টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও তার জনপ্রিয়তার কারণে একটি টিকিটও অবিক্রিত থাকেনি। মঞ্চে তার উপস্থিতি দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

বর্তমান বলিউডে মঞ্চে পারফর্ম করে কোনো অভিনেত্রী এত বিপুল পারিশ্রমিক পান কিনা— তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে মনে করছেন, ক্যারিয়ারের এই মুহূর্তে তামান্না রয়েছেন একেবারে শীর্ষে। একের পর এক সফল আইটেম সং ও ওয়েব সিরিজে তার উপস্থিতিই তাকে এমন আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

বিচ্ছেদের বিষাদ পেছনে ফেলে তামান্না এখন পুরোপুরি মনোযোগী নিজের কাজ, সাফল্য আর নতুন উচ্চতা ছোঁয়ার লক্ষ্যে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wzm2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন