English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
- Advertisement -

আগুনের নানামুখী ব্যস্ততা

- Advertisements -

নাসিম রুমি: বিটিভির ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানে এখন নিয়মিত উপস্থাপনা করছেন আগুন। প্রতিটি পর্বেই আগত শিল্পীদের সঙ্গে গল্প-গানে মেতে ওঠেন আগুন। এরই মধ্যে আগুনের উপস্থাপনায় ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে

সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় নাম আগুন। সালমান শাহ-মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্লে-ব্যাক করেই মূলত একজন গায়ক হিসেবে আগুনের উত্থান। এরপর থেকে মূলত সালমান শাহ’র প্রায় প্রতিটি সিনেমাতেই তিনি গান গেয়েছেন। আগুন ও সালমান শাহ’র সম্পর্কটা ছিল বন্ধুত্বের। প্রিয় বন্ধু সালমান শাহ মারা গেছেন আজ থেকে ২৯ বছর আগে। কিন্তু বন্ধুকে হারানোর কষ্ট আজও বুকে রয়েছে তার। প্রায় সময়ই সালমান শাহ’র কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।

এরই মধ্যে নভেম্বরের প্রথম দিনে ‘সংগীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আগুনের কণ্ঠের একটি পুরনো গান ‘জীবন’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাংলাদেশের আরেক প্রয়াত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক আলম খানের ছেলে আরমান খান। গানটি আবারও ইউটিউবে প্রকাশিত হওয়ায় আগুন বেশ উচ্ছ্বসিত, কারণ এই গানটি তার অনেক প্রিয় একটি গান। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে গানটি শোনার জন্য সবাইকে আহ্বান করেন আগুন। এরইমধ্যে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর বিচারক হিসেবেও কাজ করেছেন আগুন।

তার ভাষ্যমতে, গানের প্রতিটি শাখাতেই বেশ ভালো ভালো কিছু সংগীতশিল্পী পাওয়া গেছে যারা আগামীতে অনেক ভালো করবে। এদিকে বিটিভি’র ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের এখন নিয়মিত উপস্থাপনা করছেন আগুন। প্রতিটি পর্বেই আগত শিল্পীদের সঙ্গে গল্প-গানে মেতে ওঠেন আগুন। এরই মধ্যে আগুনের উপস্থাপনায় ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগুনও জানান, তিনি এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে করে যেতে চান। আগুন বলেন, ‘অনেক আগে গাওয়া জীবন শিরোনামের একটি গান নতুন করে সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর আরশান খানের।

গানটি যে সময় গেয়েছিলাম সেই সময় ভীষণ ভালো লেগেছিল। কারণ গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আবারও অনেকদিন পর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে। কারণ গানের কথা ও সুর সময়োপযোগী। যে কারণে গানটি এই মাসের প্রথম দিনে আবার প্রকাশ পেল। আর এরই মধ্যে নতুন কুঁড়ির বিচারক হিসেবে কাজ করেছি। অনেক ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি, যারা আগামীদিনে বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রতিনিধিত্ব করবে। একজন বিচারক হিসেবে আমি আমার দায়িত্বটুকু যথাযথভাবেই পালন করার চেষ্টা করেছি। আর বিটিভিতে আগুন ঝরা সন্ধ্যা নামের অনুষ্ঠানটির উপস্থাপনা করে ভীষণ ভালো লাগছে। বিটিভি কর্তৃপক্ষও ভীষণ খুশি এই অনুষ্ঠানকে ঘিরে। আগুন ঝরা সন্ধ্যা নিয়ে আগামীতে আমার আরও সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। সময় এলেই দর্শক তা দেখতে পাবেন বিটিভির পর্দায়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4s2o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন