English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

আগে হুট করে যেটা করেছি এবার সেটা করব না: শ্রাবন্তী

- Advertisements -

নাসিম রুমি: ২০২১ সালে ১১ নভেম্বর ভারতের রাজনৈতিক বিজেপি ছাড়ার ঘোষণা দেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর মাসখানেক পর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপর থেকেই গুঞ্জন-তৃণমূল থেকে বিধানসভা নির্বাচনে করবেন তিনি তিনি! এবার এই বিষয়ে মুখ খুললেন শ্রাবন্তী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে প্রার্থী হিসেবে চান, তাহলে কি তিনি ভোটে দাঁড়াবেন?

শ্রাবন্তীর উত্তর, ‘সেটা আমি এখনই বলতে পারব না। তবে সেই সময় দলের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করব। আমি রাজনীতির বিষয়ে খুব বেশি জানি না। যদি কখনও সুযোগ আসে, বা আমাকে যোগ্য মনে করা হয়, তাহলে আগে বিষয়টা বুঝব, নিজেকে রাজনীতির দিক থেকে প্রস্তুত করব, তারপরই সিদ্ধান্ত নেব। না হলে আমি যাব না।’

এরপরই বিজেপির হয়ে তার ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা জানান শ্রাবন্তী। নায়িকা জানান যে, কেবল হেরে গিয়েছেন বলেই তিনি বিজেপি ছেড়ে দেননি, বরং অভিজ্ঞতা খুব একটা ভালো না থাকার কারণেই ছেড়েছেন।

শ্রাবন্তীর কথায়, ‘আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। ভেবেছিলাম আমি জিতব। ইচ্ছে ছিল যে বেহালা পশ্চিম আমার বাড়ি, আমিও ওখানেই ভোট দিই। সেই সবটা মিলিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু জনসাধারণ যেটা ভেবেছেন তাই করেছেন, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অনেকেই যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’

রাজনীতি করলেও অভিনয় থেকে মোটেও দূরে নেই শ্রাবন্তী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তার বিপরীতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দেবী চৌধুরাণী’, যেখানে শ্রাবন্তীর বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gx2h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন