English

28 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

আন্তর্জাতিক দুই উৎসবে আবু শাহেদ ইমনের ছবি

- Advertisements -

কারাতসু, জাপান / কলকাতা, ভারত — আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও মজবুত করছেন বাংলাদেশের খ্যাতনামা নির্মাতা আবু শাহেদ ইমন। তাঁর জাপানিজ ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Tenement of Secret Talk নির্বাচিত হয়েছে এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব — জাপানের Karatsu International Film Festival এবং ভারতের ৮ম South Asian Short Film Festival (SASFF)-এ।

Karatsu International Film Festival 2025-এ (৮–১৩ জুলাই, কারাতসু, সাগা প্রদেশ) প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত পাঁচটি জাপানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে Tenement of Secret Talk একটি। এ বছর মোট ৩৩১টি জমাকৃত ছবির মধ্যে (যার মধ্যে ৩৩টি দেশের ১১১টি আন্তর্জাতিক চলচ্চিত্র অন্তর্ভুক্ত) থেকে বাছাই করে এই পাঁচটি নির্বাচিত করা হয়েছে।

এই মর্যাদাপূর্ণ উৎসবটি আয়োজন করে Karatsu Culture Commission, যারা শহরটির প্রথম আধুনিক সিনেমা হল Theater Enya-কে কেন্দ্র করে চলচ্চিত্র ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে ১৩ জুলাইয়ের সমাপনী অনুষ্ঠানে। যেখানে ইমনের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে আরও চারটি নির্বাচিত জাপানি ছবির সঙ্গে:

Retake (ওগা এইসুকে)

The Digging Woman (চিতারা রিও)

Roadside (এগুচি তাকাহিরো)

Looking for Midnight (তাকেদা আকারি)

একই সময়ে, Tenement of Secret Talk নির্বাচিত হয়েছে ভারতের কলকাতার ৮ম South Asian Short Film Festival (SASFF)-এর International Window: Short Fiction Section-এ। উৎসবটি ৭–১৩ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে, কলকাতার ঐতিহাসিক নন্দন ফিল্ম সেন্টার-এ। এই বিভাগে শুধুমাত্র ৯টি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা পূর্ব ভারতের সর্ববৃহৎ স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত।

Federation of Film Societies of India (স্থাপিত ১৯৫৯)-এর আয়োজনে এই উৎসবটি দক্ষিণ এশীয় অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ ও শৈল্পিক চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।

একটি সাংস্কৃতিক সেতুবন্ধনের স্বীকৃতি
ইমনের এই জাপানি ভাষার পরিচালনায় অভিষেক Tenement of Secret Talk ইতিমধ্যেই জাপানে বেশ প্রশংসিত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৫-এ Kumagaya Ekimae Short Film Festival-এ এটি Excellence Award জিতেছে। বিচারকরা ছবিটির Kyoto-এর ঐতিহাসিক ফিল্ম স্টুডিও ব্যবহারের নান্দনিকতা ও ঐতিহ্যবাহী jidaigeki (ঐতিহাসিক নাট্যধর্মী সিনেমা) ঘরানার উপস্থাপনাকে বিশেষভাবে প্রশংসা করেছেন।

এছাড়াও এটি Tsukuba Short Movie Competition-এ Runner-Up Prize অর্জন করেছে, যেখানে ১৬৩টি ছবির মধ্যে থেকে এটি বেছে নেওয়া হয়।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে Kyoto Filmmakers Lab প্রজেক্টের অংশ হিসেবে, Kyoto HISTORICA International Film Festival-এর সহায়তায় এবং চিত্রায়িত হয়েছে জাপানের বিখ্যাত Shochiku Studio-তে — যেটি জাপানের ইতিহাসভিত্তিক সিনেমার জন্মস্থান হিসেবে পরিচিত। ছবিটির গল্প এডো যুগে প্রেক্ষিত রচনা করে নির্মিত, যেখানে ঐতিহাসিক আবহ, আবেগ এবং চিত্রভাষার এক চমৎকার মেলবন্ধন ঘটেছে।

এমন একটি যাত্রা প্রসঙ্গে আবু শাহেদ ইমন বলেন:

“জাপানের চলচ্চিত্র ঐতিহ্যের কেন্দ্রে একটি আন্তর্জাতিক টিমের সঙ্গে এই ছবি নির্মাণ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকের মনে সাড়া ফেলছে — বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

পরিচালক পরিচিতি
আবু শাহেদ ইমন আন্তর্জাতিকভাবে প্রশংসিত এক চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Chorki-র জন্য সমালোচকপ্রশংসিত ওয়েব সিরিজ Mercules নির্মাণ করেছেন এবং Sincerely Yours, Dhaka (Iti, Tomari Dhaka), A House with No Names (Patalghar) এবং No Ground Beneath the Feet (Payer Toley Mati Nai)-এর মতো ছবির প্রযোজক ছিলেন।

তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র Jalaler Golpo (2014) বাংলাদেশের হয়ে ২০১৬ সালের অস্কারে প্রতিনিধিত্ব করেছিল, যা বাংলাদেশের স্বাধীন সিনেমার জন্য একটি বড় সাফল্য। তিনি পরবর্তীতে প্রযোজক হিসেবে ২০২০ সালে Sincerely Yours, Dhaka এবং ২০২৩ সালে No Ground Beneath the Feet ছবি দুটি বাংলাদেশ থেকে অস্কার মনোনয়নের জন্য নির্বাচিত করান।

Tenement of Secret Talk-এর মাধ্যমে ইমন এবার জাপানের ঐতিহাসিক চলচ্চিত্র ঘরানায় প্রবেশ করে নতুন এক ভাষায় সিনেমার গল্প বলছেন — যা সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগকে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/deth
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন