এবার নাম বদলে হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও বাইশ গজের মাঠে নেমেছে শোবিজ তারকারা। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। প্র্যাকটিস চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।
যেখানে খেলা নিয়ে কথা বলার পাশাপাশি ওঠে আসে নেটিজেনদের সমালোচনার প্রসঙ্গও। টুর্নামেন্ট নারী তারকাদের বোলিং নিয়ে ট্রল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের এই ব্যঙ্গ বিদ্রুপকে পাত্তা দিচ্ছেন না নাদিয়া। নাদিয়া বলেন, ‘আমাদের এক্টিং নিয়ে যদি কিছু বলতো তখন আমরা জবাব দিতে পারতাম। বাট আমাদের বোলিং নিয়ে কিছু বললে তো কিছু বলারই নাই। কারণ যারা বলছে তারা বোকা। আমরা তো এক্টর। আমরা তো এই করি না। আপনি যে ফেসবুকে বসে আমাদের বোলিং নিয়ে ট্রোল করছেন আপনি একটু আমাদের এক্টিংটা করে দেখান তো! আমরা অ্যাওয়ার্ড নেই, আমরা আপনাদের ভিউ নেই, আপনাদের ক্রাশ হই।
তো আমরা তো এতোকিছু করি। আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতো বসে বসে মানুষকে কমেন্ট করছেন।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ufv