English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে’

- Advertisements -

নাসিম রুমি: বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এলআরবির প্রতিষ্ঠাতা এই শিল্পী। প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা।

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের এক পুরোনো ছবি শেয়ার করে নাবিলা জানান, কীভাবে কিংবদন্তি এই শিল্পী তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে, দ্য গিটার মায়েস্ট্রো।’

পোস্টে নাবিলা আইয়ুব বাচ্চুর সঙ্গে তার পরিচয়ের একটি স্মৃতি তুলে ধরেছেন। তিনি জানান, ২০০৭ সালে তোলা এই ছবিটি তার ‘ভোক্যাব’ অনুষ্ঠানের। সেখানেই আইয়ুব বাচ্চু তাকে দেখেন এবং খুঁজে বের করেন তার একক অ্যালবাম ‘রিমঝিম বৃষ্টি’-র প্রকাশনা অনুষ্ঠান উপস্থাপনা করানোর জন্য।

নাবিলা লেখেন, ‘একজন সাংবাদিক আমাকে খুঁজে বের করলেন এবং একজন কিংবদন্তির সাথে আমার পরিচয় হলো।’

অভিনেত্রী আরও উল্লেখ করেন, ‘আমার মনে হয় তিনি ছিলেন প্রথম অথবা অন্যতম একজন বড় তারকা, যিনি আমার কাজের প্রশংসা করেছিলেন, যা আমাকে অনুপ্রাণিত করেছিল এবং অনেক আত্মবিশ্বাস দিয়েছিল।’

গিটার মায়েস্ট্রোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাবিলা জানান, শুধু প্রশংসাই নয়, আইয়ুব বাচ্চু তার জন্য সুযোগও তৈরি করে দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘তিনিই আমাকে ২০১০ সালে লাইভ মিউজিকাল শো-এর জন্য সুপারিশ করেছিলেন এবং এলআরবি (LRB)-এর সাথে আমি আমার প্রথম মিউজিকাল লাইভ কনসার্ট করেছিলাম।’

সপ্তম প্রয়াণ দিবসে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ করে নাবিলা আরও লেখেন, ‘আজ আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/802b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন