English

31 C
Dhaka
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
- Advertisement -

আবারও ঢাকা মাতাতে আসছে ‘জাল’

- Advertisements -

বাংলাদেশী ভক্তদের জন্য আবারো সুখবর দিলো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’।  গত বছরের রেশ না কাটতেই আবারো ঢাকায় পারফর্ম করতে আসছে দলটি।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পেইজে দুটি স্টোরি শেয়ার করে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে দেওয়া প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত’। এর পরের স্টোরিতে বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করা হয়েছে। যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে।

এতে লেখা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড ‘জাল’। এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাল’ ব্র্যান্ডের পোস্টের পর থেকে আগ্রহের কমতি নেই ভক্তদের। যদিও এখনো অনুষ্ঠানের আয়োজক কারা, কবে অনুষ্ঠান তা এখনো জানা যায়নি। তবে ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠান ‘জাল’ ব্যান্ডের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে। শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে।

২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে ‘জাল’ ব্র্যান্ডের যাত্রা শুরু করে। এর দুই বছর পর তাদের প্রথম অ্যালবাম ‘আদত’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m4gq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন