English

31.6 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

আবারও সেরার দৌড়ে তারা…

- Advertisements -

নাসিম রুমি: আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি গুজরাটে বসতে যাচ্ছে বলিউড সিনেমার অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের এবারের আসর। বরাবরের মতো এবারও চলচ্চিত্রের ১৯টি শাখায় সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

৬৯তম এই আসরে সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে আছেন গতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলা আলিয়া ভাট ও ভূমি পেডনেকার। একই তালিকায় মনোনয়ন পেয়েছেন দীপিকা পাডুকোন, কিয়ারা আদবানি, রানি মুখোপাধ্যায় ও তাপসী পান্নু। অন্যদিকে সেরা অভিনেতার লড়াইয়ে থাকছেন রণবীর কাপুর, রণবীর সিং, শাহরুখ খান, সানি দেওল ও ভিকি কৌশল।

এছাড়াও এবারের আসরে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে টুয়েলভথ ফেল, জওয়ান, অ্যানিম্যাল, পাঠান, ওএমজি ২ এবং রকি অউর রানি কি প্রেম কাহানি। সেরা চলচ্চিত্র (ক্রিটিকস)-এর তালিকায় রয়েছে টুয়েলভথ ফেল, ভিড়, ফারাজ, জোরাম, শ্যাম বাহাদুর, থ্রি অফ আস ও জুইগাটো।

পাশাপাশি সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহার (রকি অউর রানি কি প্রেম কাহানি), সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান) ও বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yqjd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন