English

21 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

আবারো ‘ইমরান শো’ এবারের শিল্পী চন্দন সিনহা

- Advertisements -

গত ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল সঙ্গীতশিল্পী চন্দন সিনহা ও গীতিকার কবির বকুল জুটির গান নিয়ে বিশেষ মিউজিক্যাল ম্যাগাজিন ইমরান শো। অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রথমবারের মত উপস্থাপনা করেছিলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল।

ঐ অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া ৭টি গান পরিবেশন করেন এই প্রজন্মের ১০ জন প্রতিষ্ঠিত শিল্পী। সে সময় অনুষ্ঠানটি ভীষন প্রশংসিত হয়েছিল। আবার হতে যাচ্ছে ‘ইমরান শো’। তবে এবার একটু ভিন্নভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবার চন্দন সিনহা তাঁর গাওয়া ৬ টি গান নিজেই পরিবেশন করবেন। একটি গানে চন্দনের সাথে থাকছেন সঙ্গীতশিল্পী কনা। এবারও সবকটি গানের গীতিকার কবির বকুল। সপ্রতি এফডিসিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। আবার উপস্থাপনা নিয়ে ইমরান বলেন, গত ঈদে প্রথমবারের মত এ অনুষ্ঠান করে বেশ প্রশংসা পেয়েছি।

তাছাড়া আমার খুবই পছন্দের এই জুটির সাথে চলচ্চিত্রে বেশ কিছু কাজ করা হয়েছে, বোঝাপড়াও ভাল। তাই এবারও করলাম, অনেক ভাল লাগলো। কবির বকুল বলেন, চন্দন সিনহা আমার বন্ধু ও প্রিয়শিল্পী। তাই ইমরানের আমাদের জুটি নিয়ে অনুষ্ঠান করার প্রস্তাব গ্রহণ করেছি এবং ভাল কিছু করার চেষ্টা করেছি। আর চন্দন সিনহা বলেন, নেপথ্যেই আমি স্বাচ্ছন্দ বোধ করি।

বন্ধু বকুল ও ছোটভাই ইমরানের আহবানে অনুষ্ঠানটা করে ভাল লেগেছে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় ৪র্থ দিন বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ইমরান শো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/irz0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন