English

27.7 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

আবার আসছেন ববিতা

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সর্বশেষ আট বছর আগে তাকে দেখা গিয়েছিল নারগিস আক্তার পরিচালিক ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায়।

এরপর কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি। তবে এবার জানা গেলো আবারো অভিনয়ে ফিরবেন ববিতা। সে উদ্দেশে সিনেমার গল্প নিয়ে কথাও চলছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, সম্প্রতি কানাডায় বসবাসরত ববিতা জানিয়েছেন, ভালো গল্প, চরিত্র ও নির্মাতা-কোনোটাই মনের মতো পাচ্ছেন না বলে ফেরা হচ্ছে না। তবে ভালো গল্পের সিনেমায় তিনি অভিনয় করবেন আবার।

ববিতার কথায়, ‘কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।’

এদিকে অভিনয় ক্যারিয়ারের ৫৪ বছর পার করেছেন অভিনেত্রী ববিতা। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক। এটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে গত মাসেই অভিনয় জীবনের ৫৪ বছর পার করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s49f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন