English

25.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই: শিমলা

- Advertisements -

শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে হয়ে ওঠেন শিমলা। প্রথম সিনেমায় পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিমলা এরপরে বেশকিছি ছবি করলেও আলোচনায় ছিলেন না।

তবে ২০১৫ সালে শিমলা‘নাইওর’ নামে নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন।

কিন্তু আলোচনাইয় আসেন অন্য কারণে।  চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টায় নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হইচই হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন।

এরপর বেশকিছুদিন মুম্বাইয়ে ছিলেন।

সেখানে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টাও চালান।

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন— তিনি ফিরেছেন। বললেন, “হ্যাঁ, আবার নিয়মিত কাজ করব। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই।

”যেন বলে দিলেন, এই ফেরা শুধু উপস্থিতির জন্য নয়, আবার আলো ছড়ানোর জন্য।

শিমলা বলেন, “নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন কাজ করার জন্য প্রস্তুত। আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভালো গল্প আর বাজেট পেলে কাজ করবো।

এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে। ব্যাটে-বলে মিললে কাজগুলো করবো।”

বাংলাদেশে সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

দেখা যাক শিমলা কবে ফেরেন, আর কতটা আগের রূপে ফেরেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fd24
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন