English

31 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

আমাকে দেখতে ববিতার মত লাগে: কর্নিয়া

- Advertisements -

নাসবম রুমি: আলোচিত কণ্ঠশিল্পীদের মধ্যে একজন জাকিয়া সুলতানা কর্নিয়া। ইতিমধ্যে তার বেশকিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার সাথে নিজের চেহারার মিল আছে মন্তব্য করে আলোচনায় এসেছেন এই শিল্পী।

সম্প্রতি রাজধানীর সেরাটন হোটেলে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর’ অনুষ্ঠিত হয়। সেখানেই এক আলাপচারিতায় কর্নিয়া জানান, অনেকে বলেন তিনি দেখতে চিত্রনায়িকা ববিতার মত। আমারও তাই মনে হয়। আয়নায় যখন নিজেকে দেখি তখন ববিতা আপুর মত আমাকে মনে হয়। আমি উনার অন্ধ ভক্ত।

টাইটানিকের নায়িকার সাথে নিজের চেহারার মিল শুনে কর্নিয়া বলেন, টাইটানিকের নায়িকার মত কেউ বলেনি তবে আমি যখন চোখ টান টান করে মেকাপ করি তখন অনেকে ববিতা আপার মত দেখতে লাগছে বলেন। আমার খুব ভালো লাগে, আমার পছন্দের মানুষগুলোর কথা বললে।

এসময় তিনি নিজের নতুন গানের বিষয়েও কথা বলেন। ২০ মে তার নিজের নতুন গান ‘লাল জামদানী শাড়ি’ রিলিজ হবে বলে জানান এই কণ্ঠশিল্পী।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে কর্নিয়া উপস্থিত হয়েছিলেন কাগজ সিনেমার ‘আইস্ক্রিম’ গানে নমিশন পেয়ে। আসরে আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0zro
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন