English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

আমাকে নাকি গুম করা হবে: পপি

- Advertisements -

নাসিম রুমি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আবারও শিরোনামে এলেন পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে। তিনি অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী তাকে হত্যার হুমকি দিচ্ছেন। পপি জানালেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

শনিবার পপি জানান, বছরখানেক ধরে চলা এই ভয়-ভীতি সম্প্রতি এতটাই বেড়েছে যে নিকট আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারছেন না। ১৯ নভেম্বর তাঁর বড় চাচা কবির হোসেন মারা গেলে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পপি। কিন্তু বিষয়টি জানতে পেরে তারেক ফোন করে জানান, সেখানে গেলে তাকে মেরে ফেলা হবে।

পপি বলেন, ‘নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি। আমাকে বলা হয়, আমি খুলনায় গেলে আমাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, গুম করা হবে। আমি নাকি গোপালগঞ্জের ওপর দিয়ে বাড়ি (খুলনা) পৌঁছাতে পারব না। গোপালগঞ্জ হলো তারেকের গ্রামের বাড়ি।’

জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে পপি তাদের জমিদার বাড়ির কিছু জমি কিনেছেন। দলিল থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না। তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক জমি দখল করে রেখেছেন। জমি ভোগ করতে গেলে নানা ভয় দেখানো হয়।

পপি বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির সঙ্গে সখ্য গড়ে তারেক একই হুমকি দিচ্ছে। সে স্পষ্টভাবে বলেছেন, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না।’

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে পপির অন্য চাচা মিয়া বাবুল হোসেন তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। পপি নিজেও তারেকের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন।

পপি আরও বলেন, ‌‘এই তারেক লজিং থাকতেন। মুক্তাকে বিয়ে করে এখন পুরো জমিদার বাড়ি দখল করার চেষ্টা করছে। অথচ আমি জমিদার বাড়ির মেয়ে। চাচার কাছ থেকে বাড়তি জমি কিনে সেটাও ভোগদখল করতে পারি না। জামিদারের ছেলে আমার ছোট চাচাকেও তিনি বাড়িতে পা দিতে দেয় না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3g5r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন