English

28.4 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

আমার ইচ্ছা, বুড়ি হতে চাই: স্বস্তিকা

- Advertisements -

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পর্দায় যেমন সাহসী, বাস্তব জীবনে তেমনই এক সাহসী নারী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তিনি সক্রিয় থাকেন এবং সেখানে তার সাহসী উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যায়।

নেটিজেনদের ব্যঙ্গবিদ্রুপ মুহূর্তে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। সম্প্রতি এমন এক ঘটনা আবারও সামনে এসেছে।

স্বস্তিকা নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু সেলফি পোস্ট করেছিলেন, যেখানে তিনি কপালে টিপ, নাকে নথ ও মিষ্টি হাসি নিয়ে ধরা দিয়েছিলেন। ক্যাপশনে লেখেন, ‘বলুন তো, আমি কোন দিকে?’  পোস্টটি দেখে কিছু মানুষ তার বয়স নিয়ে কটাক্ষ করতে শুরু করেন।

তবে, স্বস্তিকা তা উপেক্ষা করেননি। এক নেটিজেন তার পোস্টে মন্তব্য করেছিলেন, ‘তুমি বুড়ি হওয়ার দিকে।’ উত্তরে স্বস্তিকা বলেন, ‘আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথা না বললেই নয়?’

অন্য এক নেটিজেন মন্তব্য করেন, ‘আপনার বয়স তো বেশি নয়, এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? কিছু করুন।’ এই মন্তব্যের উত্তরে স্বস্তিকা লিখেন, ‘আমার ইচ্ছে। বুড়ি হতে চাই।’

তারকা হয়েও বিনা মেকআপে বারবার ক্যামেরার সামনে আসার সাহস দেখে স্বস্তিকার প্রশংসা করেছেন অনেকেই।

১৯৮০ সালে জন্মগ্রহণ করা স্বস্তিকার বর্তমান বয়স ৪৪ বছর। মাত্র ২৩ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৩ সালে দেবদাসী টিভি সিরিয়ালে তার প্রথম ক্যামেরার সামনে কাজ করা শুরু। এরপর, ‘হেমন্তের পাখি’ সিনেমায় ছোট চরিত্রে অভিষেক হয়। নায়িকা হিসেবে তিনি আবির্ভূত হন রবী কিনাগির পরিচালনায় ‘মাস্তান’ সিনেমায়, যেখানে তার সহঅভিনেতা ছিলেন জিৎ।

বিডি প্রতিদিন/মুসা

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2yvg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন