বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের পরকীয়ার অভিযোগ ওঠে ২০২২ সালে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অবিরাম গুঞ্জন চলতেই থাকে। আর জীবনের একটা অধ্যায়ে পৌঁছানোর পর নিমরতকে বিয়ে নিয়ে খোঁচা দেওয়া বন্ধ করে দেন চারপাশের লোকজন।
যদিও গত বছর অভিষেকের সঙ্গে তার পরকীয়ার খবরে নেটিজেনদের মাঝে গুঞ্জনের ডালাপালা গজিয়ে চলছে। যেন এর শেষ নেই। না অভিষেক বচ্চন, না নিমরত কৌর— কেউ না কেউ আছেই সমালোচনার মাঝে। এবার অভিষেককে নিয়ে চর্চা প্রসঙ্গে কথা বলেন নিমরত কৌর।
এর আগে ২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। সেই সিনেমার প্রচারে এক অনুষ্ঠানে এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন অভিনেত্রী। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সেই অনুষ্ঠানের সঞ্চালকও।
অবাক নিমরত সেদিন বলেছিলেন— ১৫ বছর! অভিষেক বলেন, হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। নিমরত উত্তর দেন, অসাধারণ! সেই থেকে নিমরতের সঙ্গে অভিষেকের পরকীয়ার খবর ছড়িয়ে পড়ে।
২০২৩ সালে শোনা যায়, বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে যান ঐশ্বরিয়া রাই বচ্চন। বছর দুয়েক টানা তাদের বিবাহবিচ্ছেদের খবর রটে যায়। যদিও চলতি বছরের শুরুতে বচ্চন দম্পতি সেই জল্পনায় অবসান ঘটিয়েছেন। তারা যে একসঙ্গেই আছেন সেটি বুঝিয়ে দিয়েছেন।
নিমরত কৌরের বর্তমান বয়স ৪৩। একা থাকারই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কিন্তু বয়স ২০ পেরোনোর পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে তাকে।
গত বছর অভিষেকের সঙ্গে তার পরকীয়া নিয়ে যারা নিরন্তর এ ধরনের সমালোচনা করেছেন, তাদের বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের পারিবারিক শিক্ষা নিয়ে সন্দিহান অভিনেত্রী।
নিমরত বলেন, সামাজিক মাধ্যম একটা পরগাছার মতো। আমি যখন মুম্বাই আসি, তখন সামাজিক মাধ্যমে কি মোবাইল— কিছুই ছিল না। আমার মাথা খুব পরিষ্কার। জানি জীবনে কী করতে চাই। যাদের অতিরিক্ত ফাঁকা সময়, তারা এসব নিয়ে চর্চা করেন। এদের দেখলে করুণা হয়। এদের পারিবারিক শিক্ষা নিয়ে আমি ভাবি। যদিও সমালোচনায় কান দেওয়ার সময় তার নেই বলে জানান অভিনেত্রী।