নাসিম রুমি: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেমজীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, জীবনের সবটুকু ভালোবাসা ও বিশ্বাস দিয়ে যাকে ভালোবেসেছিলেন, সেই প্রাক্তনই তাকে বারবার ঠকিয়েছেন। এই অভিজ্ঞতা তাকে এতটাই আঘাত করেছে যে, এখন তিনি পুরুষদের ওপর বিশ্বাস রাখতে পারেন না।
অহনা বলেন, ‘আমার প্রাক্তন একটা জানোয়ার, একটা অমানুষ, ভয়ংকর লেভেলের অমানুষ। তাকে দেখার পরে আমার অন্য পুরুষদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, তাহলে বলবো— সে একটা অমানুষ। মানুষের জাতের মধ্যে পরে না।’
তিনি আরও জানান, প্রেমের সময় প্রাক্তনের কিছুই ছিল না; তবুও তিনি তাকে ভালোবেসেছিলেন, পাশে থেকেছেন। কিন্তু সেই মানুষটি তার বিশ্বাসের অপব্যবহার করেছেন। এই অভিজ্ঞতা অহনাকে প্রেম ও বিয়ে থেকে দূরে সরিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘বিয়ের ওপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। আমি যেই মানুষটাকে ভালোবাসছি, ওই মানুষটার সঙ্গেই যদি থাকতে না পারি, তাহলে আমি বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারব-এটাই কে জানে।’
অহনা মনে করেন, নারীরা সবসময় একজন কেয়ারিং ও দায়িত্বশীল পুরুষকে পছন্দ করেন। তিনি বলেন, ‘একটা মানুষের কেয়ারিং সঙ্গী লাগে। টাকা মিলে কামানো যায়। যাদের সুগার ড্যাডি লাগে তাদের হয়তো বিষয়টা ভিন্ন, কিন্তু যেই নারী সেলফ ওরিয়েন্টেড তাদের ভালোবাসা, কেয়ার লাগে। টাকার সম্পর্ক আসলে থাকে না।’
অহনার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তার ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার সমালোচনা করেছেন। তবে অহনা স্পষ্ট করেছেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন যেন অন্য নারীরা সচেতন হতে পারেন।